ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

এবার শেষ চান্স, শেষ পরীক্ষা : মওদুদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপির জন্য ‘শেষ চান্স, শেষ পরীক্ষা’ বলে মন্তব্য করেছেন মওদুদ আহমদ।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবার ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ আগামীতে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

নাগরিক আন্দোলন ফোরাম ওই আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ বলেন, এবার শেষ চান্স, শেষ পরীক্ষা। দরকার হলে আপনাদেরকে লড়াই করে ভোট দিতে হবে। অর্থাৎ যারা আপনাদেরকে বাধা দেবে, তাদেরকে প্রতিহত করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না।

তিনি বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ধানের শীষের পক্ষে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট কেন্দ্রে যান, কেউ বাধা দিলে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন, তাহলে ‘বিজয় সুনিশ্চিত’।

আগামী ৩০ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি।

কোনো জরিপেই আওয়ামী লীগ জয়ে কোনো আভাস পায়নি বলেই তারা বেপরোয়া হয়ে উঠেছে মন্তব্য করে মওদুদ বলেন, তারা ধানের শীষের জোয়ারকে ভয় পাচ্ছে। আমি বলতে চাই, ধানের শীষের জোয়ার যখন আসবে, তাদের (সরকার) সমস্ত পরিকল্পনা, সমস্ত নীল-নকশা ভেঙে খান খান হয়ে যাবে। দেশের মানুষের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন ঘটবে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত